(তাল-একতালা)
নিতাইরে ওরে ভাই নিতাই চল যাই
ব্রজ বলে প্রাণ কাঁদেরে গুণের ভাই
কই মোর শ্রীদাম সখা! সই বিশখা রে, কোথা বিধুমুখী রাই।
কই রে আমার মনচোরা, কই রে আমার পীতধড়া,
খুড়া উপানন্দ পিতা নন্দ, কোথা যশোমতি মাই।
কোথা দাম বসুদাম সুদাম, কোথা রে, দাদা বলরাম,
নিতাই! কই কমলী, কই শ্যামলী, কোথা মোর ধবলী গাই।
কোথা সে চম্পক লতা, রঙ্গিণী সুচিত্রে কোথা,
পারি নে চলিতে কই ললিতে (বুঝি) কেউ আমার বলিতে নাই।
…………………………………….
শ্রীগৌরাঙ্গের আক্ষেপোক্তি