শয্যা ত্যাগ
দীক্ষিত ব্যক্তি ব্রহ্মমুহূর্তে (সূর্যোদয়ের ৪ দণ্ড পূর্ব্বে), সাধারণ লোকে খুব ভোরে বিছানায় বসিয়াই-
কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ হে।
কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ হে।
নদীয় রসে ভক্তবৃন্দ-
গৌর গৌর, গৌর গৌর, গৌর, গৌর, গৌর হে।
গৌর গৌর, গৌর গৌর, গৌর, গৌর, গৌর হে।।
কীর্ত্তন করিয়া-
সমুদ্রে মেখলে দেবী পর্বত নভ:মণ্ডলে।
বিষ্ণুপত্নি নমস্যামি পাদস্পর্শং ক্ষমস্ব মে।।
এই মন্ত্রে প্রার্থনার পর ‘প্রিয় দত্তায়ৈ ভূমে নম: মন্ত্রে পৃথিবীকে প্রণাম করিয়া শয্যা ত্যাগ করিবে।
……………………………………..
তত্ত্বরসামৃত জ্ঞানমঞ্জরী
-শ্রীশ্রী চরণ দাস