সেইতো আদম আহাদের দম।
নিরাকার সে আকার ছাড়া
কে কয় আদম, মাটির গড়া।।
আদমে আহাদ বসতি
তার ওজন সাড়ে তিন রতি,
কলবে এক নূরের জ্যোতি
চার রঙ্গে তার আলোর ধারা।।
যে আদম মাটিতে হইছে
চুরাশিতে সেইতো রইছে,
খাক যাবে তার খাকে মিশে
জন্ম মরণ জীবন ভরা।।
যে আদম হয় আহাদের দম
হাসান কয় সে খায় নাই গন্ধম,
নিজেই তো সে এছমে আজম
থাকে না সে জান্নাত ছাড়া।।