(তাল -ঠুংরী)
নিষ্কাম নগরে চল মন।
কেন কামাখ্যা নগরে এসে হারা হলি পরম ধন।।
নিষ্কাম নগরে যাবি, স্বরূপের রূপ দেখতে পাবি;
প্রেমানন্দে সুখে রবি (মনরে) জুড়াবে তাপিত জীবন।।
নিষ্কাম রাজ্যের রসিক ময়রা, প্রেম রসেতে মাতোয়ারা;
প্রেমের দোকান পেতে তারা, করছে বেচা কেনা অনুক্ষণ।।
নিষ্কাম রাজ্যের এমনি রীতি, কাম গন্ধহীন প্রেম পিরীতি,
জ্বেলে অনুরাগের বাতি, তারা দেখতে পায় যুগল মিলন।
নিষ্কাম রাজ্যের রাজা যিনি, হরিচাঁদ প্রেম শিরোমণি;
ভক্তবৃন্দ লয়ে তিনি, সদায় করতেছে প্রেম বরিষণ।।
নিষ্কাম রাজ্যে মহানন্দ, বিলাইতেছে প্রেমানন্দ,
অশ্বিনী তুই অজ্ঞানান্ধ, করলি না রূপ দরশন।।