ভবঘুরেকথা

ঘুমন্ত শিশু ওরে
দু’আঁখি বন্ধ করে
আর কত ঘুম পার
নিঝুম রাতে অন্ধকারে
নীরব হয়ে থাকবে ঘরে।।

কেটেছে আধার আভাস
পেয়েছে আলোর প্রকাশ
হাসছে আকাশ পূর্বন্তরে;
ফুটন্ত ফুলের সুভাষ
সুসময়ে বয় সুবাতাস
করেছে উদাস।।

পাখিগণ মেলেছে ডানা
দিচ্ছে হানা
উকি দিয়ে ঝুকি মেরে
সুমধুর কুকিল পাখি;
মেলেছে আঁখি
ডাকছে কারে উচ্চসুরে
উদাস করে।।

পূর্ব দিকে উঠছে শশী
অর্ধরাশি পূর্ণ হাসি
রক্তরাঙ্গা রূপটি ধরে
হেসে উঠে হাসনা হেনা;
আঁখির কোনে আবর্জনা
দু’হস্তে দে মূর্ছনা
যাক না সরে।।

জানালায় উকি মেরে
নবীন সূর্য ডাকছে তরে
রাতের আঁধার মুক্তকরে
জাগিয়ে তোল আপনারে;
ছোট্ট তোরা দল বেঁধে
দল পাবে তোর বুকেতে বল
শিশির শীতল লাগলে ভোরে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!