নীল দরিয়ায় তুফান এল মাঝিরে তোর নাও সামাল
ডুবে গেলে ভাসবে না আর হারাইবে সব মালামাল।।
গাঙ্গে আসলো জোয়ার ভাসলো তরী রঙ্গে
সেই তরীতে সে যদিরে থাকে তোমার সঙ্গে
দুইয়ে মিলে জল তরঙ্গে ভেসে রব চির কাল।।
এই দেশের বাইছালি ছেড়ে একটু নাহি রইবে আর
আকাশ বাতাস চাহে মোরে চায়রে পানি দরিয়ার
সবাতে মিশিবে আবার মুক্ত হয়ে মায়াজাল।।
গ্রহ তারা না ফুটিলে নিভে গেল সব বাতি
ভয় করিস না সেদিন কারে পির যদি রয় তোর সাথি
কাজ করিবে রাতা রাতি ভেবে কহে দীন জালাল।।