ভবঘুরেকথা
গফুর হালী

নুর বাগানে নুরেরই ফুল
ফুটিয়াছে ভান্ডারে,
নুরের ঝলক মারেরে নুর নগরে।।

হজরত কেবলা, বাবা রহমান,
প্রেম কাননে ফুল ফুটিল
শফি বাবাজান;
নিমেষেই কপাল খোলে
পড়লে নুরি নজরে।।

কুরআনে কয় আল্লাহ নৈরাকার
সেই নৈরাকার চিনিতে
নুরি মানুষের দরকার;
তাই তো মানুষ হাবিব করে
পাঠায় আল্লাহ সংসারে।।

গফুর পাগলার দুঃখ গেল না
মানবকুলে জন্ম লইয়া
মানুষ চিনলাম না;
যতবার দেয় প্রেম পরীক্ষা
ফেল করে বারে বারে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!