নূর নীরে গুপ্তবারি রাখিলেন সাঁই ঘিরে
আদ্য নূরে অচিন মানুষ কয় যারে।।
শূন্যকারে ছিলেন একা একেশ্বরে, আপনার শক্তি জোরে
নিজ শক্তি প্রকাশ করে।।
শিরবাউ হেমন্ত যারে কয়, যোগেশ্বরী সত্য মনি হয়
সৃষ্টি স্থিতি লয়, তাহারই প্রলয়
সারে জাহান জন্মায় তার উদরে।।
খোদ অঙ্গের আগুণী যিনি, চম্পকলি সেহি ধনি আদ্যা শক্তি প্রিয়সিনী
নবী জন্ম নিল তার শরীরের।।
ছিতারা রূপে ছিলেন যখন, বিশ্ব শিম্ব না হয় তখন
লালন কয় আগুন্তু বচন, দুদ্দু ভেদ সে বুঝতে নারে।।