নূর পেয়ালা কবুল করে দেখ
আপন জান পরিচয় করে দেখ না খোদা বলে কাকে।।
মীন আল্লাহ নূর নবী আত্মা, আপনার কালেবে দেখ তা
এখনও সে হায়াত নবী, জেন্দা চার যুগের পর।।
যদি চিনতে পার নূরনবী, এলম হাছেল হবে দিনের খুবি
মহম্মদি হাছেল হবে, প্রকাশিবে দীপ্তকার।।
ডুব না জেনে ডুবতে চাও রে মন, ভেসে ওঠল কলা গাছ যেমন
হরির সাঁই কয় ঘাটে ঘাটে, বাসরি কোরবান কত কাল।।