হরিবল বলরে একবার নেশা ছুটবে নাগো আর।
নামামৃত পান করিলে পাবি কি বাহার।।
তত্ত্ব জানি ত্রিপুরারী, পঞ্চমুখে বলে হরি,
সোনার কাশী ত্যজ্যকরি, পাগল দিগম্বর।
চতুর্ম্মুখে পদ্মযোনি, হরিবলে দিন রজনী,
বীণা যন্ত্রে নারদমুনি, জপে অনিবার।
হরিনামের তুল্য দিতে, কি আছে অবনীতে,
হরি হতে হরিনামের মহিমা অপার।
হরিনাম সুধাসিন্ধু, পান করিলে তার একবিন্দু।
অনায়াসে ভবসিন্ধু, হয়ে যাবি পার।।
দয়াল মহানন্দ বলে, অশ্বিনী তুই এই সকালে,
হরি বলে তরী খুলে, চল প্রেম বাজার।।