ভবঘুরেকথা
গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য নিমাই বৈষ্ণব

পঞ্চতত্ত্ব- ১. গৌরাঙ্গ ২. নিত্যানন্দ ৩. অদ্বৈত ৪ গদাধর ৫. শ্রীবাস।

১. গৌরাঙ্গ মহাপ্রভু
ধ্যান- শ্রীমম্মৌক্তিকদাম্ন বদ্ধচিকুরং সুস্মের চন্দ্রাননং।
শ্রীথন্ডাগুরু চারু চিত্তবসনং স্রগদিব্য ভুষাঞ্চিতম।
নৃত্যাবেশ রসানুমোদ মধুরং কন্দর্প বেশোজ্জলং।
চৈতন্যং কনকদ্যুতিং নিজ জনৈ: সংসেব্যমানং ভজে।।
মন্ত্র- ওঁ ক্লীঁ শ্রীঁ হ্রী কৃষ্ণচৈতন্য চন্দ্রায় স্বাহা।
গায়ত্রী- ওঁ ক্লীঁ গৌরাঙ্গায় বিদ্মহে বিশ্বম্ভরায় ধীমহি তন্নে। গৌর: প্রচেদয়াৎ।
স্তব- শ্রীমন্নবদ্বীপ কিশোরচন্দ্র।
হা নাথ বিশ্বম্ভর নাগরেন্দ্র।।
হা নাথ শচ্যা:সুত চিত্ত চৌর।
প্রসীদ হে বিষ্ণুপ্রিয়েশ গৌর।।
প্রণাম- বিশ্বম্ভরাম গৌরায় চৈতন্যায় মহাত্মনে।
শচীপূত্রায় মিত্রায় লক্ষ্মীশায় নমো নম:।।

২. নিত্যানন্দ মহাপ্রভু
ধ্যান- ইষাদারুণ্য-স্বর্ণাভাং নানালঙ্কার ভূষিতং
হারিণিং মালিনং দিব্যোপবীতং প্রেমবর্ষিতং।
আঘুর্ণিতং লোচনঞ্চ নীলাম্বরধরং প্রভুং
প্রেমদং পরমানন্দং নিত্যানন্দং স্মরাম্যহম্।।
মন্ত্র- ওঁ ক্লীঁ নিত্যানন্দ চন্দ্রায় স্বাহা।
গায়ত্রী- ওঁ ক্লীঁ নিত্যানন্দায় বিদ্মাহে ধীমহি তন্নোহ নিত্যানন্দৌ প্রচোদয়াৎ
প্রণাম- নিত্যানন্দ। নমস্তুভ্যং প্রেমানন্দ-প্রদায়িনে।
কলৌ- কল্মযনশায় জাহ্নবী পতয়ে নম:।।

৩. অদ্বৈত প্রভু
ধ্যান- স্বরামি শ্রীমদ্ দ্বৈতং শুদ্ধস্বর্ণ রুচিং প্রভুম্।
শুক্লাম্বর ধরং গৌরভক্তি সম্পটমানসম্।।
মন্ত্র- ওঁ ক্লীঁ অদ্বৈত চন্দ্রায় স্বাহা।
গায়ত্রী- ওঁ ক্লীঁ অদ্বৈতায় বিদ্মাহে মহাবিষ্ণবে ধীমাহি তন্নোহদ্বৈত: প্রচোদয়াৎ।
প্রণাম- শ্রীঅদ্বৈত। নমস্তুভ্যং কলিজন কৃপানিধে।
গৌরপ্রেম প্রদ নায় শ্রীসীতাপতয়ে নম:।।

৪. গদাধর পণ্ডিত
ধ্যান- বিদ্যুৎপুঞ্জ বিড়ম্বি সুন্দরতনু হেমাঙ্গ দিব্যাননং।
স্নিগ্ধাঙ্খ্রকর পদ হিঙ্গুল রুচং শুক্লাম্বরং সুন্দরং।।
ভক্তানাং পরিপালনার্দ্র হৃদয় শ্রীগৌর সখাস্থিতং।
মঞ্জু শ্রীল গদাধর প্রভুবরং শ্রীপণ্ডিততাখ্যং ভজে।।
মন্ত্র- শ্রীঁ হ্রীঁ গদাধরায় নম:।
গায়ত্রী- ওঁ শ্রীঁ হ্রীঁ গদাধরায় বিদ্মাহে রাধিকায়ৈ ধীমহি তন্নো গদাধর: প্রচোদয়াং।
প্রণাম- গদাধরমহং বন্দে মাধবাচার্য্য নন্দনম্।
মহাভাব- স্বরূপং শ্রীচৈতন্যাভিন্নরূপিণং সদা।।

৫. শ্রীবাস প্রভু
ধ্যান-
আশ্রয়ামি শ্রীশ্রীবাসং তমাদ্যং পণ্ডিতং সদা।
শুক্লম্বরাধরং গৌরভক্তি প্রদায়কম্।।
মন্ত্র- ওঁ শ্রীব্যসায় বিদ্মহে নারদায় ধীমহি তন্ন: শ্রীবাস প্রচোদয়াৎ প্রণাম শ্রীবাস কীর্ত্তন নন্দ ভক্ত গোষ্ঠ্যেক বল্লভ।
ত্বং নমামি মহাযোগিন্! ভক্তরূপোহসি নারদ।।

……………………………………..
তত্ত্বরসামৃত জ্ঞানমঞ্জরী
-শ্রীশ্রী চরণ দাস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!