(তাল – ঠুংরী)
পতিত পাবনে হবে রণ।
সমরে সাজ মন।।
(ও মন) তুই পতিত, হরি পাবন, সম্মুখ যুদ্ধে হানা দে মন,
মন্ত্রে সাধন না হয় এ দেহ পতন।
তোর পাপ সেনা মদ মত্ত, নাম অস্ত্রে হবে হত, কামাদি সৈন্য ছয় জন।।
ভবরঙ্গ মঞ্চ মাঝে, কুহকিনীর মায়ায় মজে,
চল্লিনা মন আপন বুঝে কি কারণ।
তোর তমঃ দেখে দীনবন্ধু, সঙ্গে সৈন্য ভক্তবৃন্দ, রণে এল হরিধন।।
হরি এল হ’য়ে বক্র, করে ল’য়ে দেয়া চক্র;
কা’টবেরে তোর মায়া নক্র ক’রছে পণ।
তোর কুমতি মন্ত্রীর মুন্ড, ভাঙ্গবে মেরে দয়াদন্ড, হ’বে না তাহা খন্ডন।।
তোর হিংসা নিদআর বংশাবলী, কেটে দিবে জলাঞ্জলী,
যার বলে তুই এত বলি, বলি শোন।
তোর অজ্ঞান অহঙ্কার বংশ, সবংশে করিবে ধ্বংশ, এল রসিক হংসগণ।।
হরিচাঁদের সেনা গোলোক, রণে এল হ’য়ে পুলক;
হঙ্কারে যার কাঁপে গোলোক বৃন্দাবন।
দয়াল মহানন্দের বাণী, শোনরে দুর্ম্মতি অশ্বিনী, এ রনে ভাল মরণ।।