পতিত স্বজাতি ছাড়ি কোন ধন মান।
ইচ্ছা নাহি করিয়াছে মহাত্মার প্রাণ।।
পতিত জনের তরে সকলি ছাড়িল।
নিশ্চয় বুঝিনু আজি পতিত তরিল।।
যে কথা বলেছি আজি সভাজন ঠাঁই।
সে কার্য করিব আমি কোন বাধা নাই।।
যেই জমি বড় কর্ত্তা করিলেন দান।
সেই জমি পরে মোরা উড়াব নিশান।।
মিশন গড়িব তথা করিব ইস্কুল।
করিব ডাক্তারখানা নাহি হবে ভুল।।
যেই ইচ্ছা বড় কর্ত্তা করিয়াছে মনে।
তাঁর ইচ্ছা পূর্ণ মোরা করিব যতনে।।
অধিক কি কব আর যীশুর কৃপায়।
নমঃশূদ্র ধন্য হবে কহিনু নিশ্চয়।।
যেই জাতি নেতা রূপে গুরুচাঁদে পায়।
সে-জাতি উদ্ধার হবে কহিনু নিশ্চয়।। “
এতেক কহিয়া দেয় বহু ধন্যবাদ।
শ্রীকর মর্দ্দনে পুনঃ জানায় আহ্লাদ।।
সভা ভঙ্গ হল প্রভু করেন ঘোষণা।
সবে যায় পথে পথে করিয়া রটনা।।
“আর ভয় নাই মোরা উদ্ধার হইব।
বড় কর্ত্তা গুরুচাঁদে কভু না ছাড়িব।।
সাহেব করিবে স্কুল নাহিক সন্দেহ।
বাকি নাহি র’বে শিক্ষা পাইবার কেহ।।
হরি – পুত্র গুরুচাঁদ মোদের সহায়।
এ – জাতি উদ্ধার হবে নাহি আর ভয়।
বলা বলি করি সবে গৃহ পানে ধায়।
শুন এবে কিবা হ ‘ল প্রভুর আলয়।।