ভবঘুরেকথা

পথের শেষ কোথায়, শেষ কোথায়, কী আছে শেষে!
এত কামনা, এত সাধনা কোথায় মেশে।
ঢেউ ওঠে পড়ে কাঁদার, সম্মুখে ঘন আঁধার,

পার আছে গো পার আছে- পার আছে কোন্‌ দেশে।
আজ ভাবি মনে মনে মরীচিকা-অন্বেষণে হায়

বুঝি তৃষ্ণার শেষ নেই। মনে ভয় লাগে সেই–
হাল-ভাঙা পাল-ছেঁড়া ব্যথা চলেছে নিরুদ্দেশে ॥

…………………..
রাগ: পিলু
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1340
রচনাকাল (খৃষ্টাব্দ): 1933
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!