পরবাসীরে বড়ো ব্যথা দিয়ে গেলে আমার মনে।
আমায় লয়ে যাবে তোমার দেশে রে
এই কথা ছিলো তোমার মনে।।
ফাগুন পূর্ণিমা রাতি, একলা বসে মালা গাঁথি
সহসা অজানা সাথি এলে মোর ভবনে
আমার মনের কথা মনে নিলেরে
সজল নীরব নিবেদনে।।
গাঁথামালা নিয়ে গেলে, আসি বলে গেলে চলে
সেই হতে এই বিজনতলে আছি প্রতিক্ষণে;
তুমি এই পথে আবার আসিয়ো রে
আমার আকুল আবাহনে।।
ভুলি নাই যে ভালোবাসা, দিন চলে যায় যায় নি আশা
তোমার বাঁশি কুলনাশা বাজে ফুলবনে
তোমার রূপের ছোঁয়া লেগে আছে রে
আমার পথ চাওয়া নয়নে।।
পাগল বিজয় বলে জীবন ভরে, আর কতো কাঁদাবে মোরে
কাটবে কি দিন এমনি করে তোমার বিহনে;
কবে রবো আমি তোমার হয়ে রে
আমার জীবন মরণে।।