ভবঘুরেকথা
বিজয় সরকার

পরান কাঁদে তোমার লাগিয়ারে মরমসখা পরানপ্রিয়
কি টানে টানিলে আমারে ভুলিতে না পারি তোমারে
খুঁজিয়া বেড়াই অন্ধকারে-
ঘুরবো আর কতো কাল ঘোর আঁধারে গো
সখা তোমার রূপের বাতি জ্বালিও।।

কি সুরে বাঁধিলে হৃদয় বীণ
কাঁদিয়ে সুর ছোটে নিশি দিন
সে সুর থামে না একদিন;
ও সেই গান যেন কার প্রেমের অধীন গো
একদিন কি পাবো না সে প্রেমঅমিয়।।

না জানি কোন পারাপারের পর
তোমার সে বসত বাড়ি ঘর
চিনি না কোন অচেনা নগর;
আমি সঙ্গীহীন পথ হারা নফর গো
চির সাথি তুমি সাথে করে নিও।।

তোমার নামের গীতিকার ছন্দে
বিজয়ের মন মাতবে আনন্দে
মিলন কুসুম সুগন্ধে তোমার শব্দ;
স্পর্শ রূপ রস গন্ধে গো
আনন্দে মাতিবে দশইন্দ্রিয়।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!