পরান প্রিয়রে প্রাণের বান্ধব রে
আর কতো কাল রইবো তোমার আশাতে।
আমার এ জীবন ফুরালো বঁধু শুধু কাঁদা হাসাতে।।
তোমাকে মোর পেতে হবে সে পথ খুঁজলাম না
কি চাইলাম আর কি পাইলাম কিছুই বুঝলাম না;
এমন একজন দরদি পাইলাম না
আঁখির বারি মোছাতে।।
ভালোবাসা যখন যারে বুকে দিলাম ঠাঁই
না বলে গিয়াছে চলে নাই সে আমর নাই;
এখন তোমা ছাড়া কার কাছে যাই
মনের ব্যথা জানাতে।।
সিন্ধু বুকে বারিবিন্দু তরঙ্গে হাসে
বিশ্ব সাগর ঢেউ খেলিয়ে রূপ রসে ভাসে;
ইহা কোথা হতে যায় আর আসে
বোঝানো দায় ভাষাতে।।
বিশ্বভরা দেখি শুধু বিস্ময়ের বিষয়
কায়া প্রাণে নাই সম্বন্ধ মায়ার অভিনয়;
পাগল বিজয় বলে, কেউ কারো নয়
পরাবাসের বাসাতে।।