পরের ঘরে বশত করে এত অহঙ্কার।
কোনদিন আসবে শমন বাঁধবে কষে
কি দিয়ে বুঝাবি তার।।
যখন ভিটায় হও বসতি
পাট্টা দিয়ে লও কবুলতি গো,
সেখানে যা বলে আলী
কি কার্য করিলি তার।।
মহাজন নয় হাতে ধরা
কোন দিন ডিক্রি দিয়ে করবে সারা গো,
যে দিন শমন এসে করবে তাড়া
তাড়াতাড়ি হবে সার।।
আসলে তোর নাই এক কড়া
পাড়ায় পাড়ায় গল্প করা গো,
দীন রাধাকৃষ্ণ দিন থাকিতে
চিন্তামণির চরণ ধর।।