পাঁচ আটা চল্লিশের বন্ধ, ঘরখানা।
কি আছে এই ঘরে কেউ, জানে না।।(ওরে)
পঞ্চ আত্মা পঞ্চ রূহু, ১২টা বুরুজ
১৮ মোকামে আলো, করে চাঁদ সুরুজ,
হিসাবে ১৪ কামান, ভিতরে জমিন আসমান
চার কুতুব পাহারা দেয়, চার কোনা।।
ছয় রিপু দশ ইন্দ্রতে, হইয়া মিলন
দশে ছয়ে ষোল জনে, করে আন্দোলন,
জীব আর পরম আত্মা, করিতে চায় একতা
ষোল জন তাদের কথা, মানে না।।
চার রঙ্গের মুসল্লা দিয়া, এই ঘরের গঠন
ক্ষিতি আব তেজ মরূৎ বোমে, হইয়াছে পূরণ,
যার ঘর তারে দিয়া, শূন্য হাত যাবে নিয়া
যেইখানে হাসান মিয়ার, ঠিকানা।।