পাইয়া কামিনির কোল, চৈতালীর খোল
বড় ঢোল বাজালি
দিন পাইয়া
দিনের কথা ভূলিয়া গেলি।।
মাতা পিতার প্রণয় পিরিতে
সেই খুশিতে দিয়া ছিলো
তোরে মাতৃ থলিতে
দেখিতে বাসনা তোরে
তাই গোপন দরজা খুলি
দিন পাইয়া
দিনের কথা ভূলিয়া গেলি।।
মাতৃখানা ঘোর অন্ধকার
মা’র পরশে সরস হলি
ছোঁয়া পেলি তার
তারে ভক্তি দিয়া পাড় হইয়া
এই ধরাতে এলি
দিন পাইয়া
দিনের কথা ভূলিয়া গেলি।।
ঘোর সংকটে চিত্র পটে
ফেলে দিছে মায়
তোর অসূচি এক দেহ ছিলো
রক্ত মাখা গায়
নিলাম দয়াল নামের ফুঁক দিয়া গায়
মার কোলে তুলি
দিন পাইয়া
দিনের কথা ভূলিয়া গেলি।।
যে তরি বাইয়া ধরলি আইয়া
মানুষ কূলের ডাল
এখন অসূরিতে সেই তরীতে
মারতেছো কুড়াল
মাতাল রাজ্জাক কয় আর কিরে হয়
কাম ঘোলনায় তরী ডুবাইলি
দিন পাইয়া
দিনের কথা ভূলিয়া গেলি।।