শুন ধ্বনি বিধুমুখী আর কি
পাখি আসবে ফিরে,
মন কষ্টে ছিকলি কেটে
উড়ে গেছে দেশান্তরে।।
প্রেম সুধা রস খাওয়াইতে
ক্ষুধা তার মেটেনি তাতে,
রাখতে পারি পিঞ্জরেতে
থাকত যে মরমে মরে।।
স্বভাব কুটিল চিরকাল
কিন্তু পাখির নামটি ভাল,
না জানি কোন দেশে গেল
অবলার প্রাণ উদাস করে।।
থাকতো তোর ভালবাস
হতোনা আর দুর্দশা,
পেয়েছে সে উচ্চ বাসা
আশাধারী কুজার ঘরে।।
পাখির নামটি মন রাখা
ত্রিলোকের মন রাখে একা,
দাস রাধা শ্যাম হলো বোকা
গোসাই গুরুচাঁদ বিহনে।।