পাখি ডাকবে নি গো আর
জয় রাধা বলে
ঝাঁকের পাখি ঝাঁকে যাবি
বসন্ত গেলে
জয় রাঁধা বলে।।
এসো গো রাই কুঞ্জবনে
বলব কথা তোমার সনে
পাখিরে এর কলতানে
আমার ঘুম ভাংগালে
বসন্ত গেলে।।
তার ডাক শুনিলে ছুটে যাইতাম
আমি ভ্রোজো বালা
আঁচলে ছাপাইয়া নিতাম
কত ছাতু কলা
আমি দেখতাম তারে তমাল তলা
খাইত পাখি রঙ্গের দোলা
আমি দিতাম বন ফুলের মালা
ঐ পাখির গলে
জয় রাধা বলে।।
যার ই আশায় সোনার থালায়
রাখলাম কত কি
ঐ পাখি করিয়া গেছে
আমারে কলংকিনি
আর নি আসবে এই মন্দিরে
আমার ভালবাসার ভাঙ্গা নীড়ে
মাতাল রাজ্জাক দেখিতে তার
মমতারে আমি আছি কি হালে
জয় রাধা বলে।।