পাখি তুই নিশিতে জাগিয়া
শীষ দিয়া শুনালি যারে গান
ও তো ঘুম ভাঙ্গিয়া গান শুনিয়া
করে শুধু তোরে অপমান।।
এক মনহীনার হৃদয়হীনার
মুচকি হাসির ছলে
সারা জীবন পাখিরে তুই
কানলি ডালে ডালে
তুই থাকিয়া পাতার আড়ালে
কেন কথা বলিস না তাহার সনে।।
হৃদয়ে যার প্রেম নাই
আছে ছলাকলা
তারে কেন ভালবাইসা
দেহ করলি কালা
মন থাকিলে মনের কথা
বুঝতো মনে মনে
কান থাকিলে শুনতো কথা
কি কয় পাখির গানে
ওতো ভালবাসায় বুকে টানে
ঘনঘন বিষ মাখে।।
বেলা গেল সন্ধ্যা হইল
আঁধার গেল ছড়াইয়া
আর কতকাল কানবি তুই
পাখি হারা পথে বইয়া
বনের পাখি বনে থাকলে
বন সোহাগে মাখা
আলেয়ার আগুনে কি
পুড়তো তোর পাখা
এখন সুরে সুরে কানবে কেরে
ও মাতাল রাজ্জাক দেওয়ান।।