পাগলা কানাই বলে-প্রেম বিচ্ছেদে প্রেমের জ্বালায় সখি রে
আমার প্রাণ তো বাঁচে না,
আসি বলে গেল মথুরায়, আর তো ফিরে এলো না,
আমার প্রাণে প্রবোধ মানে না।
আর কত কাল সইব জ্বালা সফি রে।
ঘরে আর রইতে পারি না,
আসত যদি চেকণ কালা সখি রে,
যাইত এ ভাব যন্ত্রণা।
বন্ধুর সঙ্গে প্রেমরসে খেলিতাম প্রেমের খেলা
-আমি বলে এলো না কালা।
আমি কার গলে ঝুলাবো এখন, সখি রে,
এমন ফুলের মালা,
আরও শীত গেল বসন্ত এলো সখি রে,
মদনস তো তসুলদার ভারি,
:: প্রেমতত্ত্ব