পাগল কানাই বলে ভাইরে ভাই
ছোট কাইলা দিন আমার নাই,
-এখন পইড়াছে ভাটী।
রথের চাকা চূড়ো মুড়ো হইয়ে
বাহির হইল রথের ঝাঁটি,
খালি হস্তে এখন কি দিয়ে আটি।।
ও ছুতোর দিছিল এক রথ গইড়ে,
সুখ করলাম আমি চইড়ে,
কোন মজা পাইলাম না;
ভেন্না কাঠের তক্তা ছিল, মুগুর কেন দিল না,
আমি নড়তাম চড়তাম থাকতাম বইসে,
-লাগাইতাম জোড়ায় দু’চার ঘাই
তবু সেই রথ খসতে দিতাম না।
সেই ছুতোর সকল তারই হাত,
পাগল কানাই টাইনা বেড়ায় শুধু খাইটা রথ।
ওয়ান বাইশ মুগুর উপর খোপে-
পাগল কানাই তার দোপে
এখন বইসা ভাবি কি?
ষোল চুঙ্গা বুদ্ধি কানাইর গেল এক চুঙ্গার মধ্যে
পাগল বলে ভাবে দেখ ভাই দিন আর রাত।।
::দেহতত্ত্ব