পাগল বিজয় একা ফেলে কোথায় করলে পলায়ন
অবুঝ মন রে আমার মানে না বারণ।
সে যে তোমা বই অন্য জানে না
মানে না সমাজ শাসন।।
ব্যথার আসন বুকে পাতিয়া
আসবে বলে জীবনে মোর জীবনসাথিয়া;
তুমি যদি ব্যথিত না-আসিবা
তবে ব্যথা দিলে কি কারণ।।
আমার তরি বাহি অকূলে
তুমি যদি নাহি মোরে নিবে ও কূলে
তবে তরি কেনে দিলে খুলে
ছিড়িয়া কূলের বাঁধন।।
আমার এ-গান না শুনবে যদি
কণ্ঠে কেন সুর দিলে হে নিঠুর দরদি;
তোমার দেওয়া সুরে নিরবধি
কাঁদিয়ে তোমার কাঁদন।।
পাগল বিজয় কয়, যদিও দিনযামী
কেঁদে বেড়াই তবু বিশ্বাস হারাই নি আমি;
এক দিন দু:খের মাঝে এসে তুমি
করিবে বক্ষে ধারণ।।