ভবঘুরেকথা

আগের সব মুরব্বিয়ান।
শাবানের চাঁন্দেরে ডাকতা বাত্তির চাঁন
পাঞ্জাতনে বিশ্বাস করতা, এক আত্মা এক দেহ প্রাণ।।

আল্লার নুরে নবী পয়দা, ঈমান থাকলে মিলব ফায়দা
যার খাতিরে নিজে খোদায়, বানাইলা জমিন আছমান,
বলছেন নবীর পাক জবানে, আহলে বায়েত যারা মানে
উদ্ধার পাইবা ঘোর নিদানে, নূহের তরণীর সমান।।

আলী নাম প্রায় সকল গ্রামে, বেশীর্ভাগ মানুষের নামে
জারি গাইতা মহররমে, কাইন্দা হইতা পেরেশান,
পোলাও ক্ষীর হালুয়া রুটি, শিন্নি দিতা বাটি বাটি
তাঁরাই ছিলেন ভক্ত খাঁটি, বুঝতা তাঁরা মানির মান।।

এক তারিখে জন্ম যাহার, বিবি জয়নব নামটি তাঁহার
বেটি হজরত মাই ফাতেমার, যার আদর্শ অফুরান,
৩ তারিখ হুছাইন মউলার, ৪ তারিখ আব্বাস আলমদার
জয়নাল আবদীন শাহাজাদার, জন্ম ৫ তারিখ শাবান।।

শাবানের সাত তারিখেতে, হজরত কাশেম জন্ম তাতে
শহীদ হইলেন কারবালাতে, কাঁনতেছে সখিনার প্রাণ,
আলীআকবর এই মাসেতে, জন্ম এগারই শাবানেতে
এজিদের বাহিনীর হাতে, কারবালাতে দিলেন জান।।

মাহাদী আইলেন ধরণীতে, ১৫ তারিখ শাবানেতে
জাহির হইবা বায়তুল্লাতে, আমির উদ্দিনের ঈমান,
আকাশ হইতে ঈছা আইবা, ইমাম মাহাদীর সঙ্গী হইবা
সত্য প্রতিষ্ঠা করিবা, আল্লাহ পাকের সংবিধান।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!