পাপ করিলে ক্ষমা করো।
দয়াল তুমি দয়াময়
দয়াতেই দয়ালের পরিচয়।।
অফুরন্ত অগণিত করুনায় তোমার
দিয়েছো অসীম নিয়ামত করছি ব্যবহার,
সবই করুণায় তোমার
মূল্য বিনে দান করেছো চাওনি কোন বিনিময়।।
লাউলাকের বন্ধু এসে তুমি প্রকাশ্যে প্রচার
সত্যের বাণী প্রকাশিলে হইলে সাকার,
বন্ধু প্রকাশ্যে প্রচার
যুগে যুগে করলে উদ্ধার, তুমিই প্রেমিক প্রেমময়।।
সুন্দরের সুন্দর তোমার মন সুন্দর ভালোবাসো
অমূল্য চাঁদ মুখের হাসি ফুলে ফুলে হাসো,
তুমি সুন্দর ভালোবাসো
সন্তানের মুখে আর মায়ের বুকে বুঝাও কতো স্নেহময়।।
এতো অকৃতজ্ঞ আমি ভুলেছি তোমারে
নিবেদন করিগো বন্ধু ক্ষমিও আমারে, আমি ভুলেছি তোমারে,
তোমার পাপী আমির উদ্দিনেরে তোমার
চরণতলে দিও আশ্রয়।।