ব্যক্তিগতভাবে পরিবারস্থ প্রত্যেকের ঈশ্বরচিন্তা ও ঈশ্বরর্চ্চনার সময় থাকা উচিত। তদ্ভিন্ন পরিবারের সকলের সমবেতভাবে ঈশ্বরের অর্চ্চনা করা আবশ্যক।
কোন্ সময়ে কোন্ পরিবারে সমবেত ঈশ্বরার্চ্চনা হইবে, তাহা প্রত্যেক পরিবার নিজ নিজ গৃহকার্য্যের সময় অনুসারে স্থির করিবেন। এই উপাসনা দীর্ঘ হইবার প্রয়োজন নাই।
সকলে উপাসনা স্থলে সবেত হইলে, প্রথমে একটি ব্রহ্মসঙ্গীত হইবে। তদনন্তর কিয়দংশ পাঠ করিবেন। পাঠ্য বিষয় এরূপভঅবে মনোনীত করিতে হইবে যেন পড়িতে ৫-৭ মিনিটের অধিককাল না লাগে।
তৎপরে যাঁহার প্রাত উপাসনা কার্য্য নির্ব্বাহের ভার আছে, তিনি হয় নিজে ‘সত্যং জ্ঞান মনন্তং’ প্রভৃতি পাঠ করিয়া সংক্ষেপে আরাধনা কার্য্য নির্ব্বাহ করিবেন ; না হয় নিম্নলিখিত স্তুতি বা ইহার অনুরূপ কোনও স্তুতি পাঠ করিবেন, বা নিজে করিবেন।
…………………………
ব্রাহ্মধর্ম্ম ও ব্রাহ্মসমাজ