পারে কে যাবি
পারে কে যাবি নবীর নৌকাতে আয়।
রূপকাষ্ঠের নৌকাখানি নাই ডুবার ভয়
সেই নৌকার নাই ডুবার ভয়।।
বেশরা নেয়ে যারা
তুফানে যাবে মারা একই ধাক্কায়,
কি করবে (তোর) বদর গাজী থাকবে কোথায়
বদর গাজী থাকবে কোথায়।।
নবী না মানে যারা
মোহায়েদ কাফের তারা এই দুনিয়ায়,
ভজনে তার নাই মজুরি সাফ লেখা যায়
দলিলে সাফ লেখা যায়।।
যে মুর্শিদ সেইতো রসুল
তাহাতে নাই কোন ভুল খোদাও সে হয়,
লালন বলে নাই এ কথা কোরানে কয়
সে কথা কোরানে কয়।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….