পারে কে যাবি তোরা আয় না ছুটে
পারে কে যাবি তোরা আয় না ছুটে।
দয়াল চাঁদ মোর দিচ্ছে খেওয়া ভবের ঘাটে।।
দয়াল বড়ো দয়াময়
পারের কড়ি নাহি সে লয়,
এমন দয়াল মিলবে কোথায়
এই ললাটে।।
হরি নামের তরণী তাঁর
রাধা নামের বাদাম আর,
পারে যেতে ভয় কিরে তাঁর
সেই নায় উঠে।।
ভাগ্যবান যারা ছিলো
সেই তরীতে যে পার হলো,
লালন মহাগোলে প’ল
ভক্তি চটে।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….