ভবঘুরেকথা
ফকির লালন সাঁইজি

পারে কে যাবি নবীর নৌকাতে আয়।
রূপকষ্ঠের নৌকাখানি
নাই ডুবায় ভয়।।

বেহুঁশে নেয়ে যারা
তুফানে যাবে মারা
একই ধাক্কায়;
কি করবে বদর গাজী
থাকবে কোথায়।।

নবী না মানে যারা
মোহাহেদ কাফের তারা
এই দুনিয়ায়;
ভজনে তার নাই মজুরী
দলিলে ছাপ দেখা যায়।।

যেহি মুর্শিদ সেই তো রাছুল
ইহাতে নাই কোন ভুল
খোদাও সে হয়;
লালন কয় না এমন কথা
কোরআনে কয়।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!