পারো নিহেতু সাধন করিতে।
যাও নারে ছেড়ে জরা মৃত্যু
নাই যে দেশেতে।।
নিহেতু সাধক যাঁরা
তাঁদের করণ খাঁটি জবান খাড়া,
উপশক্য কাটিয়ে তাঁরা
চলেছে পথে।।
মুক্তিপদ ত্যাজিয়ে সদাই
ভক্তি পদে রেখে হৃদয়,
শুদ্ধ প্রেমের হবে উদয়
সাঁই রাজি যাহাতে।।
সমঝে সাধন কর ভবে
এবার গেলে আর না হবে,
ফকির লালন বলে ঘুরতে
হবে লক্ষ যোনিতে।।