(তাল-কহরাবা)
পাষণ মনা ভাই
এই সংসার সাগরের আর, কুল কিনারা নাই।
মন তুই কেমন করে, যাবি পারে,
কান্ডারি চিনে লও ভাই।।
১। সাগর মাছে, বৃথা কাজে, থাক অকারন,
কাম কুন্তীরে ধরে খাবে, না রবে জীবন।
আছে হা করা, মুল্লুক জোড়া, হাহাকার করে সদাই।।
২। অনুরাগের ভরে, ডঙ্কা মেরে, কাম কুন্তীর তাছাড়,
মহাভাবের তরী নিয়ে, সাগর মাঝে রও।
এবার প্রেমানন্দে ঢেউ খেল মন, সাগরের ভয় কিছুই নাই।
৩। রসিক যে জন, সেই নদীর গোন, জেনে তরী বায়
হরি নামের সারি গেয়ে, তরী বেয়ে যায়।
তারা থাকতে বেলা ধরে নালা, আনন্দের আর সীমা নাই।।
৪। (যে জন) কামুক মানুষ, চলে বেহুশ, ধনপ্রাণ হত হয়,
ও তার সর্ব্বস্ব ধন, করে হরণ, কিছুই নাহি রয়।
হরি গোসাই কয় এবার দীনারে তোর,
পারের উপায় কর না তাই।
…………………………
রাগিনী -জয় জিয়ালাই