নিদিয়া পাষাণ বন্ধু রে
বন্ধুরে শুনি প্ৰাণ বন্ধ তুমি নি আমার রে।
তোমার লাগিয়া বন্ধু রে লোকে মন্দ বলে
এবে দারুণ প্ৰাণ তোমার লাগিয়া করে।।
তুমি যদি হও রে আমার সত্য করি কও সারাৎসার
সত্য করি প্ৰাণ সপিলাম তোমারে।।
আমার বন্ধু আছেন তোমার অনুগত রে।
তোমার আছেন শত শত আমার কেবল তুমি।।
ভাইবে রাধারমণ বলে সঙ্গে করি নেও আমারে
সঙ্গে না নেয় যদি প্ৰাণ তেজিমু নিশ্চয় রে।