(তাল-ঠুংরী)
পাষান মন মনুরা লয় না পড়া
আমার সাধন ভজন হবে কেমনে।
সদা চেয়ে থাকে কু-পথ পানে,ম
সু-পথ সে চায়না কখনে।।
১। বুঝাই কখন ব্যক্ত কখন গোপনে,
বুঝালে বুঝ মানেনা সেই বিপুল বেইমানে।
আমি হায় কি করি, ভেবে মরি,
সাধন পথে যাই কেমনে।।
২। আমি পরেছি আজ ভীষণ সঙ্কটে,
সে দুষ্ট নয়নের পিছে, মনুরায় হাটে।
কেম্নে ফিরাই আঁখি, উপায় না দেখি,
হাকিনী পিছনে টানে।।
৩। আমার মন মনুরায় সাধন পথে গেলে,
দুষ্ট নয়ন অভি ভীষণ অগ্রেতে চলে।
তাইতে হয়না সাধন সঙ্গেতে মদন,
বিধতে চায় তার পঞ্চ বাণে।।
৪। আদিত্য কয় শুনরে মন,
হরি গোসাই করণ বিনে, হবেনা সাধন।
(এবার) দীনা বলে কি কৌশলে সাধন করি মন-প্রাণে।।
…………………………….
লোকশিক্ষা
রাগিনী-অরুণভেরি