পাহাড়ের গায় হেলান দিয়ে বসিয়ে সাঁওতালিয়া
মনের বনে তুমি কার তালাসি
তুমি কোন প্রিয়ার পিয়াসে বাজাও
পিয়ালপাতার বাঁশী।।
মহুয়ামদিরা মাতাল অধীর পবন
চোটে কার সন্ধানে গুমরিয়া মর্মরিয়া বন
কেন এক মনে বসিয়ে এমন
হইলে উদাসী।।
পাওয়ার চেয়ে লালসায় চাওয়া ভালো বরং
চাহে কালবৈশাখী শাখী শাখে ফাগুন ফাগে রং
তোমার স্মৃতিতে তারে বিস্মৃতির জং
জমাট বাঁধলো আসি।।
ব্যথিয়ে ওঠে নীপকানন পুলক ভরা মুকুল
আরো উথলে ওঠে কালো রোদন তটিনীর দুকূল
সেই কূল চায় অকূল আলোর দুলচায়
ফুলকুল বিলাসী।।
মিলন মঞ্চে চলছে হাসি কান্নার বাজিভোজ
পাগল বিজয় বলে যার বিরহে কেউ পায় না তার খোঁজ
এবার যার ব্যথা তার পরানে বোঝ
যে যার অভিলাষী।।