সুখ বিলাসে দিন ত যাবে না।
পিছে পিছে যম রয়েছে
তাও কি মনে পরে না।।
শমন এসে বাঁধবে কসে
কেউত সঙ্গে যাবে না,
মারিবে আতসের কোড়া
জোর জবর আর খাটাবে না।।
কোথা রবে খাট পালঙ্ক
কোথা পুত্র পরিজনা,
ছাড়িয়া সুখের শয্যা
মাটি হবে বিছানা।।
চক্ষু মেলে তাও দেখলে না
ছায়াবাজীর কারখানা,
থাকতে চেতন হওরে চেতন
তরবিরে যম যাতনা।।
দূর কর হিংসা নিন্দ
গুরু কর ভজনা,
দয়াল কয় তা না হলে
সব হবে তোর ঢনঢনা।।