ভবঘুরেকথা

ধাক ধাকাইয়া জলে
পিরিতের আগুন,
এলনা পরান বন্ধু
হইয়াছে নিদারুণ।।

দিন রজনী মোর কি ভাবে তে যায়
কি বুঝি সই মুখেরই কথায়।
হা-হাকার করে বুকে
নিদ্রা নাই দুই চোখে;
বন্দু ছারা বুঝিবে কে
বসন্ত ফাগুন।।

মধুর মিলনো সৃতি মনে পড়ে হায়
যার রূপে গুণে মোর পরানো জুড়ায়।
আমারো হৃদয়ো পতি
ভালবাসি যারে অতি;
চির দিনের সেই সাথী
শুনলো সখী শুন।।

কানে কানে দুই জনে যদি কথা কয়
আমার দুরনাম ওরা বলে মনে হয়।
বলুক ওরা যা লয় মনে
কাজ কি মোর কুলমানে;
বন্দুয়ায় আমির উদ্দিনরে
করেছে কি খুন।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!