পিরিতের কপালে দিলাম ছালিরে
নিঠুর বনমালী।।
তোমারই না ফুলবাগানে
কতনা জল ঢালি
জল ঢালিয়া কুল পাইলাম না
জল ঢালিলাম খালি
পিরিতের কপালে দিলাম ছালি।।
অসার সংসারের মাঝে
দেহ করলাম ছালি
তলা ছাড়া ডুলা দিয়া
বাইলাম ঠেলা জালি
পিরিতের কপালে দিলাম ছালি।।
ডালে আমার ভর মানে না
যে ডাল ধইরা ঝুলি
আউলা বাতাস দ্বীপ জ্বলে না
যত প্রদ্বীপ জ্বালি
পিরিতের কপালে দিলাম ছালি
মাতাল রাজ্জাকে কয় বেলা গেল
কইরা তালিবালি
আর কয় দিন শুনাবি সুজন
পরের গালাগালি
পিরিতের কপালে দিলাম ছালি।।