পিরিত ও মধুর পিরিত
প্রেম করা কি সহজ ব্যাপার,
তুমি ধর গুরুর সঙ্গ, তোমার পাপে ভরা অঙ্গ
ভিতর বাহির আগে কর পরিষ্কার।।
লইলে গুরুর মন্ত্রণা, দূরে যাবে যন্ত্রণা
এই দেহের আবর্জনা থাকবে নারে আর,
যেমন পোদ্দারে সোনা পিটাইয়া, আগুনে পোড়াইয়া
কি সুন্দর করিয়া দেখ বানায় অলংকার।
দুধে মাখন থাকে, কেউ নাহি দেখে
মন্থনের পাকে ভাসে সাড়াম্বার,
কৌশলে না জানিলে, কি হইবে ঘুরাইলে
বিফলে যাইবে জনম তোমার।।
ষড়চক্র পঞ্চবান, জ্ঞান সুতে এঁটে বান
প্রণয় সুতে টেনে আন, হইয়া তাবেদার,
মায়া নদীর জলে ডুবিও কৌশলে
যেন কাপড় না ভিজে, থাকিও হুশিয়ার।।
কাম-ক্রোধ-লোভ-আদি, হিংসা-নিন্দা-ভয় ইত্যাদি
এই সব ছাড়তে পারো যদি মনরে আমার,
বিরহী উকিলে কয়, থাকিতে সময়
করহে সঞ্চয়, দিন যায় আমার।।