সাকি, পুরা বোতল দে আমারে
নেশায় মজে রই
আমি ঐ নিশাতে পাগল হইয়া যেন
মোহাম্মদ নাম কই।।
চোখে আমার ভাসে যেন মোহাম্মাদ রাসুল
অন্তরে ফোটে যেন মোহাম্মদী ফুল
যেথায় ফেরেস্তারা নেচে গেয়ে করতেছে হৈচৈ।।
যে নামে পাহাড় পর্বত সাগর ঢেউ খেলে,
গাছ বৃক্ষ তরুলতা এই ধরা তলে
ঝড়না ধারা আকাশ
তারা খোজেঁ কই মোহাম্মদ কই।।
না এলে মোহাম্মদ, না এলে যীশু
বানাইত না আল্লাহ পাক এত সব কিছু
ঐ নিশাতে পাগল হইয়া কিছু
আবলতাবল কই।।
তোর হাতের যাদুর সরাব যে খেয়েছে
দুনিয়াদারি সংসার সব ভূলে গিয়াছে
আজো বাকাঁ পথে মাতাল রাজ্জাক
সোজা হলো কই ।।