ভবঘুরেকথা

পেঁড়োর ভূত হয় যে জনা শোন রে মনা।
কোন দেশে সে মুক্তি পায়
ফয়তায় ভূত সেরে যায় পেঁড়োর দরগায়।।

মক্কায় মুনি শয়তান আছে
ভূত হয় জানি পেঁড়োর মাঝে,
সে-কথা পাগলে বোঝে
দেখ এই দুনিয়ায়।।

মুরদার নামে ফয়তা দিলে
মুরদা কি পায় সেখানে গেলে,
তবে কেন পিতা-পুত্রে
দোজখে যায়।।

মরার আগে ম’লে পরে
আপন ফয়তা আপনি করে,
তবে আখের হতে পারে
হীন লালন কয়।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!