হরিদাস খুজে পেলাম না ত্রিলোকে
হরিদাস পরিচয় দেওয়া, মিছেলোকে ভুল বকে।।
ভক্তের অধীন, নাম ভক্তাধীন, বলে তারে সব লোকে,
ও সে ভক্তের বোঝা বয়ে ফেরে, বিচারে দাস হবে কে।।
খুজে আগম নিগম, অনেক রকম, সাধন করে সাধকে
তারা মেরে মজা, পাপের বোঝা, উঠাইয়ে দেয় হরিকে।।
ধ্রুব প্রহ্লাদ, হয়ে অহলাদ, হরিবলে পুলকে,
তাদের বিপদের ভার, হরি আমার, ধারণ করে মস্তকে।।
অন্তরঙ্গ কি বহিরঙ্গ, ভুলোকে কি গোলোকে,
তারা সকলে হরিকে খাটায়, হরির খাটুনি খাটে কে।।
অশ্বিনী কয় দিন বয়ে যায়, জানাব কি তোমায়,
এবার জেনে শুনে যাহা কর, তোমা বিনে আর আছে কে।।