আমার পোষাপাখি উড়ে যাবে সজনি
একদিন ভাবি নাই মনে
সে কি আমায় ভুলবে কখনে।।
খেল তো পাখি সোনালি খাঁচায়
বলতো কতো কি আমায়
বসে রূপালি আড়ায়;
স্ফটিকের বাটি ভরে,
কতো খাবার দিতাম থরে থরে
নিঠুরপাখি খাইতো আনমনে।।
জংলাপাখি করলো সর্বনাশ
এখন শুধু হায়হুতাস
কোথায় করবো তার তালাস;
বলেনপাখি বনে গেলো,
আমার বুকে দিয়ে বিষয়শেল
তারে আর কি ফিরে পাবো জীবনে।।
আগে যদি জানতাম পাখির মন
ও সে করিবে এমন
তাকে দিতেম না এ মন;
কে এমন দরদি আছে,
সে বলে দিবে আমার কাছে
পাখি আমার গেছে কোন্ বনে।।
পাখির মাথায় পড়ে কতো লোক
পেলো আমার মতো শোক
সদা জল ভরা দুই চোখ;
অসিম গগনের পাখি
তারে আপন ভেবে কেন ডাকি
পাগল বিজয় কাঁদে বসে বিজনে।।