ভবঘুরেকথা
বিজয় সরকার

পোড়া মনের সাথে পারলেম না আমি
সে পংক্ষীরাজ ঘোড়াতে চড়ে ছুটে চলে দিনযামী।।

ঘোরে ঢাকার শহর দিল্লী লাহোর কলকাতা বম্বে
ক্ষণেক চীন জাপান রাশিয়া জার্মান ইংল্যান্ড কলম্বে;
ঘোরে স্বর্গ-মর্ত অবিলম্বে এমনি সে দ্রুতগামী।।

জীবনমলিন কার্য ভাবি করবো না আর ফের
সে নিমেষে করায়ে আনে তাই আমি পাই না টের;
আমায় নাস্তানাবুদ করিলো ঢের খাস মহলে বদনামি।।

সাবধান থাকি সে যে কি করবে তাহা জানি
তবু স্বপন মাঝে করে সে কতো রাহাজানি;
আমার খোরাক যোগায় যাহা আনি তাতে কেবল নোংরামি।।

হীরেরদরে সমাদরে জিরে কিনেছি
এ খ্যাপের ব্যাপারে লাভ যা হবে জেনেছি;
পাগল বিজয় বলে হার মেনেছি যা করো অন্তর্যামী।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!