বন্দনা
প্রণমি চরণে মাগো শ্রী হরি – রঞ্জিনী।
শান্তিময়ী শান্তিদেবী ক্ষীরোদ – বাসিনী।।
ত্রিলোক-পূজিতা দেবী পতিত পাবনী।
সর্ব্ব শক্তিময়ী মাগো শক্তি প্রদায়িনী।।
কৃপা কণা দানে ধন্য করিলে তারকে।
হীরামন,মৃত্যুঞ্জয়,লোচন, গোলকে।।
তোমার প্রসাদে মাগো হরি – ভক্ত গণ।
প্রেম সুধা পানে মত্ত থাকে অনুক্ষণ।।
সর্ব্বজীবে প্রাণ রূপে তুমি বিরাজিতা।
জ্ঞান বুদ্ধি প্রেম ভক্তি তোমাতে আশ্রিতা।।
তব করুণায় মাগো,জীবে তাহা পায়।
কর্ম্ম দোষে এ অভাগা নাহি পেল হায়।।
বিদ্যা রূপে জীব দেহে তুমি বীণাপাণি।
প্রেম রূপে সত্যভামা জগৎ-জননী।।
এ জগতে দেখি হায় মাতার স্বভাব।
বরাভয় হাতে করি রহে শান্ত-ভাব।।
কু-পুত্রের প্রতি মাতা নাহি করে রোষ।
করুণায় করে ক্ষয় কু-পুত্রের দোষ।।
রাতুল চরণে তাই এই নিবেদন।
দয়া করি দয়াময়ী!দেহ গো চরণ।।
পতি তব হরিচাঁদ ক্ষীরোদের নাথ।
জীব কুলে দয়া করি এলে তাঁর সাথ।।
কতই করুণা মাগো জীবেরে করিলে।
পুত্র রূপে মহেশ্বর জগতে আনিলে।।
তাঁর গুণ গাহি মনে এমত বাসনা।
দয়া করি দেহ শক্তি কমল আসনা।।
তব আগমন হৃদে আসুক আনন্দ।
পদে পড়ি কাঁদে তোর পাপী মহানন্দ।।