ভবঘুরেকথা

শ্রী শ্রী হরিচাঁদ প্রণাম
প্রণাম তোমায়, ওগো বিভু (প্রভু) হরিচাঁদ।
তব নাম স্মরণেতে ঘোচে কর্মফাঁদ।।
প্রেমের ঠাকুর হরি, চির, চিদানন্দময়।
সভক্তি প্রণাম লহো ওহে কৃপাময়।।
হরিচাঁদ! মুক্তিদাতা, পালক সবার।
প্রেমগুণে বাঁধিয়াছে জগৎ-সংসার।।
লীলাময় কল্পতরু, ভক্তাধীন হরি।
ভক্তিভরে তবপদে প্রণিপাত করি।।
অনন্ত মহিমা তব অনন্ত ভুবনে।
সবকালে সর্বারাধ্য জানে ভক্তজনে।।
নিজগুণে দয়াময় দাও পদে ঠাই।
তবপদে হরিচাঁদ প্রণাম জানাই।।
ওঢ়াকাঁদি মহাতীর্থ, তোমার কারণে।
চিরধন্য ভক্তবৃন্দ রূপ-দরশনে।।
‘মহানন্দ’ ‘তারকের’ হৃদয়ের ধন।
প্রণাম তোমায় হরি, নর-নারায়ণ।।
‘হরিনাম’ মহামন্ত্র করিয়া প্রচার।
শান্তি সুধা বিতরিলে নাশি পাপভার।।
‘সর্বজীবে প্রেমদয়া’ তব শিক্ষা হয়।
প্রণাম তোমায় হরি সর্বগুণময়।।
হরিচাঁদ! তুমি পিতা, পতিত পাবন।
তোমায় প্রণাম করি সত্য-সনাতন।।
চিরবন্ধু! দীননাথ সর্বজনগতি।
তবপদ শতদলে জানাই প্রণতি।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!