প্রাণমতি শুকশারী পোহাল শর্বরী, শ্রীহরি মঙ্গল গাও হে।
শ্রীহরি মঙ্গল গাও হে, প্রেমানন্দে মাতিয়া রও হে।।
হৃদি নিধুবনে, শান্তি মায়ের সনে, শ্রীহরিচাঁদকে জাগাও হে।
যুগল মিলন করি, যুগল নয়ন ভরি হরিরূপ রসে ডুবে রও হে।।
নিশি হল ভোর রসনা ভ্রমর, গুণ্ গুণ্ স্বরে গুণ গাওহে।
হরি পদ পঙ্কজে, সতত থাক মজে, হরি পদরজে গড়ি দাও হে।।
হরিরূপ আলোকে, মনের পুলকে, নিরানন্দ উলুকে তাড়াও হে।
হইয়া চৈতন্য, এ দেহ কর ধন্য, সাধুসঙ্গ বাতাস লাগাও হে।।
নিশি প্রভাত সময়ে, প্রেমানন্দ হৃদয়, পুলকে পূর্ণিত হও হে।
অলস ত্যজিয়া, হরিপদে মজিয়া, হরিচাঁদ প্রভাতি গাও হে।।
হরিপদপল্লব, দেবের দুর্ল্লভ, কায়মনে শরণ লও হে।
শয়নে স্বপনে, জাগরণে বদনে নাম মধুপানে মত্ত হও হে।।
তারক মহানন্দ, গোঁসাই গোলকচন্দ্র, প্রেমধন যাচে জীব লওহে।
হেন দয়াল ভবে, আর কি খুঁজিয়া পাবে, চরণে শরণ লও হে।।
শ্রীগুরুচাঁদ বলে, নিশি প্রভাতকালে, অলসে অবস কেন হও হে।।
(অলস) অশ্বিনী অধম, ত্যজিয়া মায়াঘুম বসিয়া হরিগুণ গাঁওহে।।