প্রাণসই বাজে বাঁশি কোন কাননে।।
শ্যামের বাঁশি কুলবিশি কি মধুর পর্শিল কানে।।
পুলিনে কি জলের ঘাটে কদম্বে কি বংশী বটে
সুমধুর বংশীনাটে শুনি শ্ৰবণে।।
আমার মন হইয়াছে উন্মাদিনী প্ৰাণে কি আর ধর্য মানে।।
নতুন বাঁশের নতুন বাঁশি নতুন বয়সে কালশশী
নতুন নতুন বাজায় বাঁশি বিষম সন্ধানে।।
আমি আর তো ঘরে রইতে নারি। আমায় নিয়ে চল শ্যাম যেখানে।।
শুন গো সজনী সই তোমাতে মরম কই–মনে হয় তার
দাসী হইয়ে রই চরণে
শ্ৰী রাধারমণের আশা পূর্ণ হবে কত দিনে।।